মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ২টি হরিণের চামড়া উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন এলাকা থেকে এই হরিণের চামড়া উদ্ধার করা হয়।

র‌্যব ৬ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সাতক্ষীরার শ্যমনগরে কিছু লোক অবৈধভাবে হরিণের চামড়া পাচার করছে। এমন সংবাদের পেয়ে তার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময়ে র‌্যাব পরিত্যাক্ত অবস্থায় ২ টি হরিণের চামড়া উদ্ধার করে। উদ্ধার হওয়া চামড়া ষ্টেশন কর্মকর্তা, বাদামতলী বনবিভাগ, শ্যামনগর, সাতক্ষীরার নিকট হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন