খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

‘নিরালা-২’ আবাসিক প্রকল্প স্থগিত করেছে কেডিএ

নিজস্ব প্রতিবেদক

বাসস্থানের সংকট নিরসনে প্রস্তাবিত কেডিএ’র নিরালা-২ আবাসিক প্রকল্প স্থগিত করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্ট্যাডি রিপোর্ট সম্পন্ন হয়েছে। ডুবি ও খোলাবাড়িয়া মৌজার বসবাসরতদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে কেডিএ নতুন আবাসিক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত স্থগিত করে। আজ মঙ্গলবার সকালে কেডিএ মিলনায়তনে গণশুনানিতে কেডিএ চেয়ারম্যান এ ঘোষণা দেন।

কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এলাকাবাসীর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন খোলাবাড়িয়া ও ডুবি মৌজার ভূমি রক্ষা কমিটির আহবায়ক শেখ মোঃ নাজমুল কবির সাদি, সদস্য সচিব সেলিনা ইয়াসমিন, মনিরুল আলম লিটন, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, এ্যাডঃ নুরুল ইসলাম, অধ্যাপক জুবায়ের হোসেন, শেখ মনিরুজ্জামান, মোঃ নাজিম উদ্দিন, আলাউদ্দিন হোসেন প্রমুখ।

কেডিএর পক্ষ থেকে সদস্য আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যাপিকা রুনা রেজা, শবনম সাবা ও কেডিএর সচিব উপস্থিত ছিলেন।

ভূমি রক্ষা কমিটির বক্তারা বলেন, তাদের ভিটেবাড়ি অধিগ্রহণ করা হলে মাথা গোজার ঠাই থাকবে না। বসতিরা স্বল্প আয়ের মাধ্যমে জীবনযাত্রা নির্বাহ করেন। তাদের বক্তব্যের পরিপেক্ষিতে এ প্রকল্প কেডিএ স্থগিত করে।

উল্লেখ্য, শহরতলির ডুবি, খোলাবাড়িয়া, মাথাভাঙ্গা, লবনচরা ও হরিনটানা মোজার ১৫০ একর জমি নিয়ে কেডিএ নিরালা-২ নামে আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!