জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ। ভোটারদের চেয়ে দর্শনার্থীর সংখ্যা চারগুণ। বেলা ১২ টা পর্যন্ত ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বেলা ২ টায় ভোট শেষ হবে।
জিলা স্কুল কেন্দ্রের সামনে বিজিবির গাড়ি মোতায়েন রয়েছে। র্যাব টহল দিচ্ছে। কেন্দ্রে ৫ জন সশস্ত্র পুলিশ নিরাপত্তা দায়িত্ব পালন করছে। কেন্দ্র ও তার আশেপাশে একাধিক সিসি ক্যামেরা।
জিলা স্কুল কেন্দ্রের সামনে শাসক দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী ক্যাম্প ছাড়া অন্য ২ জন কোনো প্রার্থীর ক্যাম্প নেই।
ডুমুরিয়া উপজেলা সদরের শহীদ যোবায়ের আলী মিলনায়তন ভোট কেন্দ্রে বেলা ১২ টা পর্যন্ত ১৮৫ টি ভোটের মধ্যে ৩৩ টি পোল হয়েছে। রুপসা উপজেলা ভূমি অফিস কেন্দ্রে ৬৮ ভোটের মধ্যে ৬১ পোল হয়।
কয়রা উপজেলা পরিষদ মিলনায়তন ও বটিয়াঘাটা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিতে ভোট গ্রহণ চলছে। ফুলতলায় শতভাগ ভোট পোল হয়েছে।
১০ জন প্রিজাইডিং অফিসার, ২০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৪০ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করছেন।