খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

বাগেরহাটে সার ও কৃষিপণ‌্য মজুদ ও বিক্রয়ের অপরাধে ২ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে কৃষি বিপণন আইনে দু’টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাব ও বাগেরহাট জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, র‌্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন কামলা বাজার এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার ও কৃষি পন্য বিক্রয় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোরেলগঞ্জ কমলা বাজারে অভিযান পরিচালনা করে।

এ সময় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার ও কৃষি পন্য বিক্রয় এবং অনুমোদনের অতিরিক্ত সার মজুদ করণের দায়ে সততা এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী মোঃ মোশারফ হাওলাদারকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯/১(ক) ধারায় ৬০ হাজার টাকা ও মেসার্স জয় এন্টারপ্রাইজ এর সত্ত্বাধীকারী সরদার জাহিদুল ইসলামকে একই ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন।

আদায়কৃত অর্থ রাষ্টীয় কোষাগারে জামা রাখা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!