সাতক্ষীরার শ্যামনগরে বেশি দামে সার বিক্রির অপরাধে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ অক্টোবর) উপজেলার বংশীপুর বাজারের মেসার্স কৃষি বিপণীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এই জরিমানা করেন।
শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম জানান, এক কৃষকের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করেন বংশীপুর বাজারের বিসিআইসির সার ডিলার ও মেসার্স কৃষি বিপণীর মালিক মাহবুবুর রহমান। ওই কৃষকের বেশি দামে সার কেনার ভিডিও ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান জানান, বেশি দামে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ার বংশীপুর বাজারের মেসার্স কৃষি বিপণীর মালিক মাহবুবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তাদের আইনের আওতায় আনা হবে।