সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নতীকরণের অনুমতি প্রদান করা হয়েছে। ২১ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জুন ৮১৯ সংখ্যক পত্রের সূত্রের মাধ্যমে স্মারক নং -স্বাপকম/হাস-২/শয্যা-২/২০০৮-৮৩২ উপসচিব ড. বিলকিছ বেগম স্বাক্ষরিত এক পত্রে এই অনুমতি পাওয়া যায়।
অনুমতিক্রমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান অবকাঠমো ২৫০ শয্যা বিশিষ্ট ৫ তলা ভবনে আরো ২৫০ শয্যা ভার্টিকেল এক্সটেনশনের মাধ্যমে ৫০০ শয্যায় উন্নতীকরণ করে (৫ তলা থেকে ৮ তলা) এ সংক্রান্ত সকল বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন পালন সাপেক্ষে সেবা কার্যক্রম চালুর ব্যাপারে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে।
এতে করে সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার মান আরো একধাপ এগিয়ে গেলো বলে সচেতন মহল মনে করেন।
খুলনা গেজেট / এমএম