নৌ দুর্ঘটনায় নিখোঁজ মাহাতাবের সন্ধান এখনও মেলেনি। তার সন্ধানে রূপসা নদীর বিভিন্নস্থানে উদ্ধার অভিযান চালিয়েছে রূপসা নৌ পুলিশ। সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
রূপসা নৌফাঁড়ির এএসআই মুনসুর বলেন, মাহাতাবকে উদ্ধারের জন্য সকাল থেকে রূপসা নদীর বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে। উদ্ধার অভিযানে স্থানীয় ডুবরী, ফায়ার সার্ভিসের সদস্য নৌপুলিশ ও কেএমপি নৌ পুলিশ থানা অংশ নেয়। রূপসা রেলসেতুর আশপাশসহ বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান মূলতবি করা হয়। তিনি আরও বলেন, আগামীকাল সকালের দিকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।
নৌ পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার মো: শরীফুর রহমান বলেন, নিখোঁজ মাহাতাবের সন্ধান এখনও পাওয়া যায়নি। আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে। ফায়ার সার্ভিসের ডুবরী দল আগামীকাল উদ্ধার অভিযানে অংশ নিবেন।
রোববার রাতে হিরণপয়েন্টের উদ্দেশ্যে যাত্রীবাহী একটি ট্রলার ও বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রলারটি ভেঙ্গে যায়। ট্রলারে থাকা ৭ জনের মধ্যে ৬ জন সাতার কেটে তীরে উঠতে পারলেও তীরে আসতে পারেনি মাহাতাব।
খুলনা গেজেট/এসজেড