বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

টমেটো ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় টমেটো ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ ইছাক আলি খাঁ (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইছাখালী খাঁ ওই গ্রামের মৃত নামদার খাঁ’র ছেলে।

ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে ইছহাক আলী খাঁ আলিপুর গ্রামের নিজ বাড়ি সংলগ্ন টমেটো ক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে তিনি ঠিক করার চেষ্টা করেন। এসময় মেইন সুইজ অফ না করেই কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন