বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নিজ জেলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাবিনা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে তার জন্মস্থান সাতক্ষীরা এসেছেন। বেলা সাড়ে দশটার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজের সামনে থেকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এনডিসি মহিউদ্দিন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আশরাফুজ্জামান আশুসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ সাবিনা খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে সাবিনাকে নিয়ে একটি খোলা পিকআপে করে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সাতক্ষীরা শহরে একটি আনন্দ রেলি বের করা হয়।

আনন্দ রেলিটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।রাস্তার দুই ধারে শতশত জনতা হাত নেড়ে সাবিনাকে অভিনন্দন জানায়। সময় তারা সাতক্ষীরার গর্ব সাবিনা খাতুন বলে স্লোগান দিতে থাকে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন