যাত্রীবেশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক লব মন্ডল। শুক্রবার রাত ১ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া বিশ্বাসের মোড়ে এ ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেল চালক লব’র চিৎকারে পাশে থাকা টহল পুলিশ ছিনতাইকারী চক্রের দু’সদস্যকে আটক করেছে। আহত চালক ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের উত্তম মন্ডলের ছেলে। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আটক হওয়া ছিনতাইকারী চক্রের দু’ সদস্য হলেন, পাইকগাছা উপজেলার জলিল গাইনের ছেলে সজীব গাইন ও মিজানুর রহমান গাজীর ছেলে সজীব মিলন।
তালা থানার এসআই রাজীব সরদার জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুইজন যাত্রী নিয়ে লব মন্ডল রাতে পাইকগাছা থেকে চুকনগর পথে রওনা হয়। তালা উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসের মোড় নামক স্থানে পৌঁছালে ছিনতাইকরীরা চালকের বুকে ছুরি মারে। এসময় তার চিৎকার শুনে পাশে থাকা তালা থানা পুলিশের টহল টিম তাদের দু’জনকে আটক করে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সবুজ বিশ্বস জনান, লব মন্ডলের বুকের দু’জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। তবে বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।
তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনাস্থল থেকেই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা গেজেট/এসজেড