মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় অস্ত্র ও গুলিসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া থেকে একটি অস্ত্র ও ৭ রাউন্ড গুলিসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কিচমত ইলিশপুর এলাকার মিস্ত্রির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ির নাম কামাল হোসেন। সে যশোর জেলার শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, একজন মাদক ব্যাবসায়ি অস্ত্র নিয়ে কলারোয়া উপজেলার ইলিশপুর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অস্ত্র ব্যবসায়ী কামালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি দেশী পিস্তল, ৪ রাউন্ড রাইফেলের গুলি ও তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন