মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় এলপিজি ডিলারসহ ৫ ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রশাসনিক ব্যবস্থাপনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে এলপি গ্যাস সিলিন্ডার ডিলারাসহ ৫ ব্যবসায়িকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নিয়মিত বাজার মনিটরিং করার সময় এই জরিমানা করা হয়।

অভিযানকালে সাতক্ষীরা শহরের পৌর দিঘির ধারে মের্সাস মোহাম্মদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, পুরাতন সাতক্ষীরার মেসার্স প্রগতি ট্রেডার্সকে ১০ হাজার টাকা, কাটিয়া বাজারের মের্সাস লস্কর ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং শহরের চালতেতলা বাজারে দুই মুদি দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক নাজমুল হাসানসহ পুলিশ ক্যাব সদস্যরা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন