মণিরামপুরে একদশ শ্রেণীতে ভর্তি হওয়া এক ছাত্রীর বয়স বাড়িয়ে বিয়ের পর কনের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত চালিয়ে ওই বিয়ে আইন সম্মত নয় বলে ঘোষণা করা হয়েছে। এসময় কনের পিতাসহ কয়েকজনকে আটকের পর ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই ছাত্রীর ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া যাবে না মর্মে মুচলেকা নিয়ে আটকদের মুক্তি দেয়া হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের খর্দ্দ গাংড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, সম্প্রতি নোটারী পাবলিক কার্যালয়ের মাধ্যমে বয়স বড়িয়ে সদর ইউনিয়নের খর্দ্দ গাংড়া গ্রামের লিটন হোসেনের সদ্য একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া মেয়েকে যশোর কোতয়ালী সদর থানার রুপদিয়া এলাকার এক যুবকের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ে উপলক্ষ্যে গতকাল রবিবার কণের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এমন খবর পেয়ে মণিরামপুুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারসহ পুলিশ ফোর্স সাথে নিয়ে অভিযান চালিয়ে কণের পিতাসহ কয়েকজনকে আটক করেন। এরপর বিকেল সাড়ে ৫ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে কণের পরিবারের কাছ থেকে মুচলেনা গ্রহণসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাল্য বিয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায়সহ কনের পরিবারের কাছ থেকে মুচলেকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ খোরশেদ আলম চৌধুরী।
খুলনা গেজেট / এমএম