সাতক্ষীরায় বাজার দরের সাথে দরপত্রের সমন্বয় চান ঠিকাদাররা
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
খুলনা গেজেটসেপ্টেম্বর ৭, ২০২২৮:৫১ অপরাহ্ণ
সাতক্ষীরায় বর্তমান বাজার দরের সাথে দরপত্রের দরের সমন্বয় না হওয়া পর্যন্ত সব ধরনের টেন্ডার বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা এলজিইডি’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাতক্ষীরা এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সেলিম, ইকবাল জমাদ্দার প্রমুখ।
সরকার নির্ধারিত দর অনুযায়ী বর্তমান বাজারে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে সভায় উপস্থিত সকল ঠিকাদারদের মতামতের ভিত্ততে জেলার কোন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করবেন না। বর্তমান বাজার দরের সাথে দর পত্রের দরের সমন্বয় না হওয়া পর্যন্ত সমস্ত টেন্ডার বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য ও সাতটি উপজেলার ঠিকাদার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।