শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মাদ্রাসা শিক্ষক খুনের ঘটনায় দুই সহোদরসহ ৬ জনকে আসামী করে মামলা

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধে সহোদর ও ভাইপোদের হাতে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুস সাত্তার (৬৫) খুনের ঘটনায় নিহতের দুই ভাইসহ ৬ জনকে আসামী করে মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১১। এ মামলার বাদী হয়েছেন নিহতের কন্যা আসমাউল হুসনা সুমী।

ছয় আসামীর মধ্যে আটক নিহতের ভাইপো ইসমাইল হোসেন পারভেজকে পুলিশ শনিবার আদালতে সোপর্দ করেছে। তবে বাকী পাঁচ আসামীর মধ্যে এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

হত্যা মামলার আসামীরা হলেন নিহতের ভাই আব্দুল হামিদ ও রোকনুজ্জামান, হামিদের দুই পুত্র ইসমাইল হোসেন পারভেজ, আবু সোয়াইব ও হামিদের স্ত্রী নূর ভানু বেগম এবং জামাই রেজাউল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুস সাকিব জানান, নিহতের ভাইপো পারভেজকে আটক করা হলেও বাকী আসামীরা বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে সহোদর ও ভাইপোদের হাতে খুন হন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুস সাত্তার।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন