শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুর পৌরসভার মেয়র প্রার্থীর গণসংযোগ

কেশবপুর প্রতিনিধি

আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মিলন মিত্র গণসংযোগ ও মতবিনিময় করে চলেছেন। শুক্রবার রাতে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভোটার, নেতা কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মোল্লা। বক্তৃতা করেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, উপজেলা যুবলীগের আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আতিয়ার রহমান, শাহীনুর রহমান শাহীন, পৌর সেচ্চাসেবক লীগের আহবায়ক আবুল বাশার খান, সাবেক কাউন্সিলর মনজুরুল ইসলাম, বায়সা ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মুকুল হোসেন, আমজাদ হোসেন মোড়ল , ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান মিন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে পৌর যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান বিশ্বাস।

খুলনা গেজেট/এমআর

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন