খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

আশাশুনিতে ভারতীয় রুপিসহ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে ভারতীয় রুপি স্বল্পমূল্যে বিক্রির নামে প্রতারণাকালে স্থানীয় জনতা হাতেনাতে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ  করা হয়েছে । বুধবার(১৭ আগস্ট) দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা এলাকা থেকে  তাকে আটক করা হয়।
আটক প্রতারকের নাম কাজল গাজী(৪২)।  সে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, কাজল গাজী দীর্ঘদিন ধরে ডলার/রুপি স্বল্পমূল্যে বিক্রির নামে বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল। এরই অংশ হিসেবে সে শ্যামনগর উপজেলার সোনা মুদারী গ্রামের বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডলের সাথে যোগাযোগ করে ভারতীয় রুপি স্বল্প মূল্যে বিক্রি করার প্রলোভন দেখায়। স্বপন মন্ডল বুধবার সকালে প্রতাপনগরে গিয়ে প্রতারক কাজলের কাছে ২ লাখ ১০ হাজার টাকা প্রদানের পর সে তাকে ভারতীয় রুপির একটি প্যাকেট প্রদান করে। রুপির প্যাকেটটি নিয়ে স্বপন মন্ডল সেটি গণনা করতে চাইলে প্রতারক কাজল বলে এখানে রুপি গণনা করা যাবেনা।  শ্যামনগরে গিয়ে গুনে টাকা বুঝ করে দেয়া হবে বলে তারা দু’জন একসাথে সেখান থেকে বের হয়। এক পর্যায়ে কাজল সুযোগ বুঝে মোটর সাইকেলে দ্রুত পালানোর চেষ্টা করলে স্বপন বিষয়টি বুঝতে পেরে সে তার পিছু নেয়। একপর্যায়ে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা খোলারমাঠ এলাকায় পৌঁছলে কাজল মোটর সাইকেল থেকে নেমে বিলের মধ্যে ছুটটে থাকে। এ সময় স্থানীয় জনতা তার পিছু নিয়ে তাকে আটক করে।  তার কাছ থেকে নগদ ৩৮ হাজার ৫ শ’ টাকা ও ৪০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে তারা তাকে বড়দল ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশে হস্তান্তর করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত কাজল ও প্রতারণার শিকার স্বপনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!