বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ভারতের ৭৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সোমবার (১৫ আগস্ট) সকাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে, পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করছেন। আগামীকাল মঙ্গলবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের সবধরনের আমাদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতের ৭৫তম মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে সোমবার সকাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। এছাড়া, ভোমরা স্থলবন্দরের আভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, আগামীকাল সকাল থেকে আবারও যথারিতি শুরু হবে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের মাজরিহা হোসাইন জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার আজ স্বাভাবিক রয়েছে।