মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দরমুজখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম আরাফাত হোসেন (৭)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দরমুজখালী গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে।

মৃতের পিতা আব্দুস সালাম জানান, জুম্মার নামজ পড়তে যাওয়ার জন্য আরাফাত বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মসজিদের সামনে পুকুরে গোসল করতে নামে। এ সময় তার সাথে কেউ ছিল না। আরাফাতের ফিরতে দেরি হচ্ছে দেখে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় ঘাটে তার স্যান্ডেল রয়েছে কিন্তু তার কোন খোঁজ নেই। পরে প্রতিবেশীরা পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় আরাফাতের মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে পুকুরে গোসল করার এক পর্যায় সে পানিতে ডুবে যায়। আরাফাত তার একমাত্র সন্তান বলে জানান তিনি।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন