শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে খালার বাড়িতে বেড়াতে এসে ফারহানা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আটুলিয়া ইউনিয়নের ভড়ভড়িয়া গ্রামে খালু তাফসারুল গাজীর বাড়িতে এঘটনা ঘটে। শিশু ফারহানা সাতক্ষীরার আশাশুনি উপজেলার শালপাড়া গ্রামের ফজর আলী গাইনের মেয়ে।

তাফসারুল গাজী জানান, দুপুরের দিকে সবাই কাজে ব্যস্ত ছিল। এসময় উঠানে খেলার সময় অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় ফারহানা। খোঁজাখুঁজি করে পুকুর হতে গুরত্বর অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সোহেলি আফরোজা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন