মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় ভেজাল দুধ তৈরীর ৭০০ কেজি জেলি উদ্ধার

তালা প্রতিনিধি

তালায় গরুর দুধ তৈরির জন্য ব্যবহৃত ৭০০ কেজি ভেজাল জেলি উদ্ধারসহ গৌর শংকর ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গৌর শংকর উপজেলার মহান্দী গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে।

সোমবার (১ আগস্ট) রাতে ভেজাল দুধ তৈরির জন্য জেলি বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং ভেজাল জেলি বাজেয়াপ্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাহাপুর বাজার এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসময় একটি মাহেন্দ্র গাড়িতে থাকা ভেজাল দুধ তৈরি করা জন্য জেলি উদ্ধারসহ ব্যবসায়ী গৌরি শংকর ঘোষকে আটক করা হয়। পরে জেলিসহ আটককৃত ব্যক্তিকে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭০০ কেজি জেলি বাজেয়াপ্ত করেন। ভেজাল জেলির আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানা গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন