ডুমুরিয়ায় ঈমাম ও ওলামা পরিষদের আয়োজনে অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়ার আশায় বিশেষ নামাজ (সালাতুল ইসতেসখা) আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার(২৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় উপজেলার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালি হাইস্কুল মাঠে এ নামাজ আদায় করা হয়।
নামাজের ইমামতি করেন সাজিয়াড়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস শহিদুল ইসলাম।
এসময় আলোচনা করেন আলহাজ্ব মাওঃ ইব্রাহিম হোসেন, মাওঃ আজহারুল ইসলাম, হাফেজ মোঃ ওহিদুজ্জামান, মুফতি মোঃ ফজলুল করিম, মাওঃ ইলিয়াস হুসাইন প্রমুখ।
নামাজে অত্র এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে মহান আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা ও বৃষ্টির জন্য মোনাজাত করেন।
খুলনা গেজেট/ এস আই