মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় একটি ওয়ান শুটারগানসহ মোঃ আহসান উল্লাহ (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার (২৬ জুলাই) ভোর রাত সোয়া ৪টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী আহসান উল্লাহর বাড়ি সাতক্ষীরার কালিগেঞ্জে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল ভোর রাত সোয়া ৪টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি ওয়ান শুটারগান সহ মটরসাইকেল চালক মোঃ আহসান উল্লাহকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে দেবহাটা থানায় সোপর্দ করা হয়। এঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন