সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকা থেকে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ জুলাই) সকালে সদর থানার পুলিশ খবর পেয়ে তাদের নিজ ঘরের আড়ায় ও সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পৃথকভাবে মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আত্মহত্যাকারীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে নুরুল ইসলাম বাবু (৪৫) ও একই গ্রামের শাহাজান আলীর ছেলে আব্দুল খালেক (২৭)।
পুলিশ ও এলাকাবাসির সূত্রে জানা যায়, নুরুল ইসলাম বাবুর স্ত্রী নিজেই বিদেশ যেতে চান এমন প্রস্তাবে দেয় স্বামীর কাছে। কিন্তু বাবু তার স্ত্রীকে বিদেশে পাঠাতে রাজি হয় না। একপর্যায়ে গত ২৩ জুলাই বাবুর স্ত্রী বিদেশ যাওয়ার জন্য ঢাকায় মেডিকেল করতে গেলে শনিবার গভীর রাতে নিজের ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে। সকালে বাবুর পরিবার দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
অপরদিকে একই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় স্ত্রীর উপর অভিমান করে শনিবার রাতে নিজের ঘরে সিলিং ফ্যানে রশি দিয়ে খালেক আত্মহত্যা করে। রোববার সকালে তার পরিবার দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স ম কাইয়ুম পৃথক ভাবে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট / আ হ আ