খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

খুলনা ওয়াসার পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনা ওয়াসা নাগরিক সেবার মান বৃদ্ধি করেনি। মূল্য বাড়িয়েছে পানির দাম। বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার খুলনা নাগরিক সমাজের উদ্যোগে শহীদ ডা. মিলন চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব এড. মো: বাবুল হাওলাদার।

তিনি বলেন, খুলনা ওয়াসা সম্প্রতি প্রতি ইউনিট আবাসিক পানির মূল্য ২৩.৬ শতাংশ এবং বাণিজ্যিক পানির মূল্য ২৮.৫৮ শতাংশ বৃদ্ধি করেছে। যা আগামী ১ সেপ্টেম্বর কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে। খুলনা ওয়াসা নগরবাসীর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সুপেয় বা বিশুদ্ধ পানি সরবরাহে অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছে। গ্রাহকদের অর্থের বিনিময়ে ক্রয় করা সেবার মান নিশ্চিত না করে এহেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অযৌক্তিক। খুলনা ওয়াসা মূল্য বৃদ্ধির আগে কোনো গণ শুনানির ব্যবস্থা না করে দেশের প্রচলিত গ্রাহক সেবা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সেই বিবেচনায় এ মূল্য বৃদ্ধি বেআইনি বটে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতির ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। করোনার প্রভাবে দারিদ্রতা বেড়েছে। খুলনার সরকারি পাটকলসহ বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হওয়ার কারণে অসংখ্য মানুষ বেকার হয়েছে। নগরবাসীর একটা বিশাল অংশ ভয়াবহ অর্থ কষ্টে দিনাতিপাত করছে। দেশের চরম অর্থনৈতিক সঙ্কটজনক অবস্থায় ওয়াসার পানির এ মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত একদিকে নগরবাসীর জন্য নিষ্ঠুর ও অমানবিক সিদ্ধান্ত তো বটেই, অন্যদিকে স্বেচ্ছাচারী ও লুটপাটের বৃহৎ আয়োজনের পরিকল্পনা মাত্র। আমরা আপনাদের মাধ্যমে ওয়াসার এ অযৌক্তিক বেআইনিভাবে পানির বর্ধিত মূল্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আগস্ট মাস থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে খুলনা ওয়াসা পানির বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ, গণ অবস্থান, মানববন্ধন, ওয়াসা ভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, গ্রাম ডাক্তার সমিতির নেতা ডা. নাসির উদ্দীন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, খাদিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খ ম শাহীন, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এফ এম মনিরুজ্জামান, মাহফুজ ফরিদ চৌধুরী লোটন, সিপিবি নেতা মৌফারসের আলম লেনিন, এড. আ ফ ম মুস্তাকুজ্জামান।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!