ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক জনের জরিমানা ও ২ জনের জেল দেওয়া হয়েছে। বুধবার (২০ জুলাই) রাতে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক খুলনা গেজেটকে জানান, বুধবার বিকেলে আঠারমাইল বাজারে কতিপয় অসাধু মৎস্য ব্যবসায়ী চিংড়িতে অপদ্রব্য পুশ করছিল। এ সংবাদে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান। এসময় ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের ইউসুফ আলী গাজী ছেলে মেহেদী হাসান(২৭), মাগুরাঘোনা গ্রামের নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে মিলন কুমার মন্ডল(৩৯) ও সাতক্ষীরা সদরের মুনছুর আলীর ছেলে আকিম উদ্দিনকে (৩৮) আটক করে নিয়ে যান।
রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে মেহেদী হাসানকে ৭ দিনের কারাদণ্ড, মিলন কুমার মন্ডলকে ৩ দিনের কারাদণ্ড ও আকিম উদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পুশকৃত ১৫ মণ চিংড়ি হরি নদীতে ফেলে বিনষ্ট করা হয়।
খুলনা গেজেট/গাজী আব্দুল কুদ্দুস/এমএম