মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশ : ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ জুলাই) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এই সাজা প্রদান করেন। এসময় ১শ’ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়।

জানা গেছে, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের পিয়ার আলী গাজীর ছেলে গোলাম হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে গোলাম হোসেনকে আটক এবং অপদ্রব্য পুশকৃত ১শ’ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ী গোলেম হোসেনকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। একইসাথে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাম হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ভাতের মাড়, সাবু, তেলাকচুর রস মিশ্রিত ১ শ’ কেজি বাগদা চিংড়ি জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ওই ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানা অনাদায়ে, তাকে আরও ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন