সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় ১৩ জুলাই বুধবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬৯ জন। জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছে ১০ জন।
সামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদোঘাটা গ্রামের সাহাদাৎ আলী স্ত্রী মনোয়ারা বেগম (৬০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১১ জুলাই তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে ১ জন।
তিনি আরো বলেন, বুধবার ১৩ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩৮ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৩৮ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১০ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১ জন। বাকিরা বাড়িতে হোম আইসোলেশনে আছেন। জেলায় ১৩ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৯২ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৮৬৯ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ১২ জুলাই পর্যন্ত জেলায় ১৭ লক্ষ ১৭ হাজার ৫৮৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৮ লক্ষ ৪৭ হাজার ৪৫১জন এবং নারী ৮ লক্ষ ৭০ হাজার ১৩২জন। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৫ লক্ষ ৮৮ হাজার ৬৭০ জন। এর মধ্যে পুরুষ ৭ লক্ষ ৭০ হাজার ২২৬ জন এবং নারী ৮ লক্ষ ১৮ হাজার ৪৪৪জন। টিকার বুষ্টার ডোজ গ্রহণ করেছেন ৩ লক্ষ ৯৮ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ ২ লক্ষ ৩ হাজার ৪১৯ জন এবং নারী ১ লক্ষ ৯৪ হাজার ৬৩১ জন।
খুলনা গেজেট / আ হ আ