মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় গ্রাম্য ডাক্তার নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামের এক ডাক্তার নিহত হয়েছ। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে সাতক্ষীরা- আশাশুনি সড়কের দক্ষিণ চাপড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত গ্রাম ডাক্তার আশুতোশ রায় (৫৫) আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের জীবন সানার ছেলে। তিনি বর্তমানে আশাশুনি সদর গ্রামে বসবাস করতেন।

আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান, আশুতোশ রায় উপজেলার বুধহাটার দিক থেকে নিজের মোটর সাইকেল চালিয়ে আশাশুনি আসছিলেন। বিকাল ৪.৩০ টার দিকে সড়কের চিলেডাঙ্গা মোড় পার হয়ে দক্ষিণ চাপড়া গ্রামে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বৈদ্যুতিক জোড়া খুঁটির সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় নিহতের মাথার হেলমেট ও মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেছে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

 

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন