Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার রাতে সামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনা উপসর্গ নিয়ে মৃত ওই নারী হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত রায়হান উদ্দীনের স্ত্রী আনিছা খাতুন (৮৫)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও কিডনিজনিত রোগসহ করোনা উপসর্গ নিয়ে আনিছা খাতুন গত ১০ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই নারীর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনের বলা হয়েছে।

এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ৮৫ জন আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩০ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন