সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি মৎস্য আড়তে ৩৫০ কেজি চিংড়িতে ময়দার পানি মেশানোর সময় দুই ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জুন) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়ানুর রহমান। আটক মৎস্য ব্যবসায়ী পঞ্চানন মন্ডল ও শ্রমিক শাহিনুর রহমান।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইয়ানুর রহমান জানান, মাছের আড়তটিতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার খবরে অভিযান চালানো হয়। অভিযানকালে ১৬টি ক্যারেটে আনুমানিক ৩৫০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ করা হয়।
এসব চিংড়িতে জেলি ও ময়দা গোলানো পানি পুশ করা হয়েছে। এ অপরাধে মাছের সেট মালিক পঞ্চানন মন্ডল ও শ্রমিক শাহিনুর রহমানকে আটক করা হয়েছে।
তিনি বলেন, চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪২ ধারায় তাদের ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের জেল দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই