মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে ডুমু‌রিয়ায় ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা ইমাম পরিষদের আয়োজনে মহানবী মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুম্মা নামাজ বাদ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার তৌহিদী জনতা ফেষ্টুন ব্যানার নিয়ে মিছিল সহকারে সমাবেশ স্থলে জড়ো হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে খুলনা সাতক্ষীরা মহাসড়ক।

এরপর বিকেলে উপজেলা মনোয়ারা সুন্দর মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমেদ। হাফেজ মোঃ ওহিদুজ্জামান ও হাফেজ আতাউল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, সাংবাদিক এস‌এম জাহাঙ্গীর আলম, মুফতি আবু সাঈদ আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, সিরাতুন্নবী বাস্তবায়ন কমিটির সভাপতি হাফেজ মাওলানা তৌফিকুর রহমান, মাওলানা ইউসুফ আজাদী, আব্দুস সালাম, আব্দুল গফফার, এইচ‌এম‌এ র‌উফ, মাওলানা আজহারুল ইসলাম, মুফতি ফখরুল হাসান, ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা মাহমুদুল আমিন, হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান, মাওলানা জাহিদুল ইসলাম, মুফতি ফয়জুল করিম, মাওলানা জাকারিয়া হোসেন, ওমর আলী প্রমূখ। বিক্ষোভ মিছিল শেষে ডুমুরিয়া বাসষ্ট্যান্ডে নুপুর শর্মার কুশপুত্তলিকা দাহ করেন তৌহিদী জনতা।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন