শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধু নিহত হয়েছেন। বুধবার (১৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন শ্যামনগর- মুন্সীগঞ্জ সড়কের ধানখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধুর নাম রহিমা খাতুন (৫৪)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী গ্রামের আব্দুল করিমের স্ত্রী।

শ্যামনগরের শেখ আফজাল হোসেন জানান, গৃহবধু রহিমা খাতুন সকাল সাড়ে সাতটার দিকে শ্যামনগর- মুন্সীগঞ্জ সড়কের ধানখালী এলাকায় রাস্তায় চলে যাওয়া ভেঁড়া আটকাচ্ছিলেন। এসময় মুন্সীগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধুর রহিমা খাতুন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন