মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় মটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে সড়ক দুর্ঘটনায় শুভ মন্ডল (৭) নামরে ২য় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে কালিগঞ্জ উপজেলার বেড়াখালি গ্রামে এ ঘটে।

নিহত শিক্ষার্থী শুভ মন্ডল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামের রনজিৎ মন্ডলের একমাত্র ছেলে। সে স্থানীয় বাঁশদোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শুভ মন্ডল বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে বেড়াখালি গ্রামের সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনা নিশ্চিত করেছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন