মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। কলারোয়া উপজেলাধীন যশোর-সাতক্ষীরা মহসড়কের রঘুনাথপুর মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাকির হোসেন (৩৫)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের হেলাতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন কাজীরহাট এলাকা থেকে বাই সাইকেল যোগে হেলাতলা গ্রামে বাড়িতে আসছিল। পতিমধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা -যশোর মহাসড়কের রঘুনাথপুর টাওয়ার মোড়ে পৌঁছালে যশোরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন