যশোরে একরাতে দুই বাড়িতে অস্ত্র ঠেকিয়ে মালামাল ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা দত্তপাড়ায় পাশাপাশি দুটি বাড়িতে দুর্বৃত্তরা এ লুটপাট চালায়।
অভিযোগে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে তিন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, সোনার গহনাসহ ২ লাখ ৬ হাজার ৬শ’ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় যশোর সদর উপজেলার দত্তপাড়ার রবীন্দ্রনাথ দত্ত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালী থানায় মামলা করেন।
মামলায় তিনি বলেছেন, ওইদিন রাত সাড়ে ১২টার দিকে বাড়ির মধ্যে শব্দ হলে তিনি ঘুম থেকে ওঠেন। সে সময় তিন যুবক অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে। এরপর তারা ঘরের মধ্যে থাকা ১ ভরি ৬ আনা ওজনের বিভিন্ন ধরনের সোনার গহনা, নগদ ২০ হাজার টাকা, ২টি বিছানার চাদর, ৪টি শাড়ি এবং একটি মোবাইল ফোনসেট নিয়ে নেয়। পরে তারা ঘর থেকে বের হয় এবং তার ঘরের বাইরে থেকে ছিটকানি লাগিয়ে দিয়ে পাশে তার ভাইয়ের বাড়িতে যায়। সেখানেও একই ভাবে তাদের জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা এবং একটি সোনার কানের দুল নিয়ে পালিয়ে যায়।
খুলনা গেজেট / এমআর / এমএম



