শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

মোবাইলে গেম খেলার সময় প্রাচীর ভেঙ্গে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় জরাজীর্ণ প্রাচীরের ধারে বসে মোবাইলে গেম খেলার সময় প্রাচীর ভেঙ্গে পড়ে এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো তিনজন। সোমবার(২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইয়াসিন আলী (২০)। সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ইমান আলী সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইয়াসিন আলী তার তিন বন্ধুকে সাথে নিয়ে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় নবজীবন ইনস্টিটিউটের পাশে একটি জরাজীর্ণ প্রাচীরের ধারে বসে মোবাইলে গেম খেলছিল। এসময় বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ ওই প্রাচীর ভেঙ্গে তাদের গায়ের উপর পড়ে। এতে ইয়াসিন আলীসহ তার অপর তিন বন্ধু আহত হয়। গুরুতর আহত ইয়াসিনকে হাসপাতলে নেয়ার পথে মারা যায়। অন্যদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত বিশ্বজিত অধিকারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন