মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় দু’টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে এঘটনা ঘটে।

নিহতের নাম মোছাঃ রাবেয়া খাতুন (৪০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবেয়া খাতুন আদালতে মামলায় হাজিরা দেয়ার জন্য একটি ভাড়ার মটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। পতিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ উপজেলাধীন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মটরসাইকলের সাথে তাকে বহনকারি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আরোহী রাবেয়া খাতুন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন