মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিনেও সন্ধান মেলেনি তিন কিশোরের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিনেও সন্ধান মেলেনি আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ তৌফিক হোসেনের (১৪)। সে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের ছোট ছেলে।

এ ঘটনায় তৌফিকের বাবা ১৯ মে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তৌফিকের পিতা জাহাঙ্গীর হোসেন জানান, তার ছেলে তৌফিক গত ১৭ মে (মঙ্গলবার) দুপুর ২টার দিকে বাসা থেকে সাইকেল নিয়ে আলিপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে কাউকে কিছু না বলে তার আরো দুই বন্ধু আরমান ও সালমানের (জমজ ভাই) কোথায় যেন চলে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় জিডি করেছি।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে একই গ্রামের মোঃ আসলামের জমজ দুই ছেলে আরমান ও সালমানের সাথে তৌফিক আলিপুর বাজারে গিয়ে তার সাইকেলটি ৯শ টাকায় বিক্রি করে। এরপর থেকে তারা তিনজনই নিখোঁজ রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে সাতক্ষীরা পুলিশের সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন