মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের নিজ বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দেওয়ার সময় এঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র মেহেদী হাসান নামে (১৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের কালাম মোড়লের ছেলে এবং নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অবনী কুমার বৈদ্য বলেন, সোমবার সন্ধ্যায় বাদুড়িয়া গ্রামের নিজ বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দেওয়ার সময় হঠাৎ করে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। এসময় দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন