মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ছাগলের দড়িতে পেচিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তালা প্রতিনিধি

তালায় ছাগলের দড়িতে পেচিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান মোড়ল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ৭টার সময় উপজেলার মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান মোড়ল মাছিয়াড়া গ্রামের আয়েজউদ্দীন মোড়লের ছেলে।

ইউপি সদস্য শিরিনা সুলতানা জানান, মতিয়ার রহমান মোড়ল মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে তার মৎস্য ঘেরে যাওয়ার পথে মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় ছাগলের দড়ির সাথে পেচিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, মতিয়ার রহমান মোড়লের এই মৃত্যু খুব দুঃখ জনক। এসময় তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন