সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তের কালিন্দী নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) সকালে শ্যামনগর উপজেলার সীমান্তের কৈখালী গ্রামের কালিন্দী নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত নদী কালিন্দীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। নিহতের পরণে ছিল নীল রঙের জিন্সের ফুল প্যান্ট ও খয়েরি রঙের হাফ হাতা গেঞ্জি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ভারত থেকে অবৈধপথে সীমান্তের কালিন্দী পার হয়ে বাংলাদেশে আসার সময় হয়তো পানিতে ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে। তা না হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটকের পর হত্যা করে সীমান্তের কালিন্দী নদীতে মরদেহ ফেলে দেয়ায় মরদেহ ভাসতে ভাসতে শ্যামনগর উপজেলার সীমান্তের কৈখালী গ্রামের কালিন্দী নদীর পাড়ে এসে লেগেছে।
খুলনা গেজেট/ এস আই