মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক যুবক নিহত 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক এক যুবক নিহত হয়েছে। শনিবার (১৪ মে) সকাল ১০টার দিকে  পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা বাজারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক যুবকের নাম মোঃ আবু তাহের (১৮)। সে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের শেখ নাসির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদশী  মাহমুদুল হাসান জানান, ভ্যান চালক আবু তাহের সকালে পাটকেলঘাটা বাজারের কাছে রাস্তার পাশে ভ্যান রেখে মালামাল উঠাচ্ছিল। এসময়  সকাল দশটার দিকে খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন