ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে কাজী নওশাদ দেলওয়ার রাজু সভাপতি, শেখ এজাজ আহমেদ স্বপন সহ-সভাপতি, এ এস এম মাকসুদ খান সাধারণ সম্পাদক করে একটি প্যানেল জমা পড়েছে।
মঙ্গলবার (১০ মে) মনোনয়নপত্র জমাদানের দিনে রাজু-মাকসুদ খান প্যানেলের ৯টি ছাড়া আর কোন মনোনয়নপত্র জমা না পড়ায় তারা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে গন্য হবে।
মনোনয়নপত্র জমাকৃত নয় সদস্য বিশিষ্ট কমিটির অন্য কর্মকর্তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আমীর হামজা, সাংগঠনিক বন্দর ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আবু মুসা, সদস্য আশরাফুজ্জামান আশু ও শাহানুর ইসলাম শাহীন।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার আশরাফুর রহমান ও সদস্য সচিব জালাল উদ্দীন আকবর ও সদস্য এস এম আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে সোমবার ৯টি পদের বিপরিতে ১৮ টি মনোনয়ন বিক্রি করে তারা। মঙ্গলবার মনোনয়ন দাখিলের দিন মাত্র ৯টি মনোনয়নপত্র জমা পড়ে। এই নয়টি পদের জমাকৃত তালিকা প্রকাশ করে তারা।
কারও মনোনয়ন বাতিল না হলে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নির্বাচন হওয়ার সুযোগ থাকছেনা। তবে মনোনয়ন কেনার দিন অপর একটি পক্ষ মনোনয়ন কিনতে বাধার সম্মুখিন হন বলে অভিযোগ রয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির তফশীল অনুযায়ি ১৫ মে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা এবং ২৬ মার্চ ভোট গ্রহণের তারিখ ছিল।
খুলনা গেজেট/ এস আই