বিএসএফের একটি অস্ত্র হারিয়ে যাওয়ার ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
একই সাথে অস্ত্রটি উদ্ধার করতে বিজিবি’র সহযোগিতা চেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এজন্য মঙ্গলবার (১০ মে) ভারত থেক পণ্যবাহী কোন ট্রাক ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি।
ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির আল মামুন জানান, সকাল থেকেই সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একটি ট্রাকও দেশে প্রবেশ করেনি। ভারতীয় বিএসএফ ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের গেট বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান করছে।
তারা জানিয়েছে, তাদের একটি অস্ত্র হারিয়ে গেছে। সেটি উদ্ধার না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি বলেন, প্রতিদিন বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার রাজস্ব আদায় হয়। যদি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক না হয়, তবে দৈনিক আড়াই কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। বর্তমানে ভারতীয় অংশে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।
এদিকে, বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বিএসএফ এর বরাত দিয়ে জানান, তাদের একটি অস্ত্র হারিয়ে যাওয়ার তথ্য আমাদের দেওয়া হয়েছে। বর্তমানে বিএসএফ তাদের বর্ডারে অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেছে।
খুলনা গেজেট/ এস আই