মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভোমরা সিঅ্যান্ডএফএজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

আগামী ২৬ মে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন আকবর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ মে শনিবার আপত্তি ও শুনানি, ৮ মে রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৯ মে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ, ১০ মে মঙ্গলবার মনোনয়নপত্র জমাদান, ১১ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও তালিকা প্রকাশ, ১২ ই মে প্রার্থীদের আপত্তি দাখিল, শুনানি ও সংশোধিত তালিকা প্রকাশ, ১৪ মে শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৫ মে রোববার চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৬ মে সোমবার প্রতীক বরাদ্দ এবং আগামী ২৬ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন আকবর বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ মে বৃহস্পতিবার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন