মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ঘুড়ি ওড়াতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ঘুড়ি উড়াতে গিয়ে হোচট খেয়ে পড়ে গিয়ে বিলাল হোসেন শান্ত (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল ) রাত ৯টার দিকে কালিগঞ্জের নলতা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

বিলাল হোসেন শান্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ গ্রামের চা ব্যবসায়ী বাবু বাবুর্চির ছেলে। সে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী আহছান হাবীব বলেন, বিলাল হোসেন শান্ত ছিল একজন ঘুড়ি প্রেমিক। তবে শান্ত অনেক আগে থেকে হার্টের রোগে ভুগছিলো। রাতে ঘুড়িতে লাইট ফিটিং করে উড়াতে গিয়ে হোচট খেয়ে মাঠে পড়ে যায় সে। দ্রুত তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন