মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পাটকেলঘাটায় কপোতাক্ষের পাড়ে অর্ধগলিত লাশ 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৪ এপ্রিল) বেলা ১০টার দিকে কুমিরা গ্রামের কপোতাক্ষ নদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় অধিবাসি অখিল রায় জানায়, সকালে কুমিরা গ্রামে কপোতাক্ষ নদের পাড়ে গরুর ঘাস কাটতে যাই। এসময় নদের ধারে অর্ধগলিত মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন