সাতক্ষীরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ১২ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৩ এপ্রিল) সকালে বিজিবি কালিয়ানী বিওপি’র সদস্যরা এক অভিযান চালিয়ে এই রূপার গহনা জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ রূপার গহনা আসছে এমন গোপন সংবাদেও ভিত্তিতে বিজিবি কালিয়ানী বিওপি’র সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দু’টি ব্যাগে রাখা রূপার গহনা বাগানের ঝোপ-ঝাড়ে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেখান থেকে ব্যাগ উদ্ধার করে ১২ কেজি ওজনের রূপার গহনা জব্দ করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গহনাগুলোর মুল্য প্রায় ১৬ লাখ টাকা। পরে সেগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই