বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব অমর কমিউনিস্ট কৃষক নেতা কমরেড বিষ্ণু চ্যাটার্জীর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কমিটির উদ্যোগে আজ ১১ এপ্রিল সোমবার দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় মহানগর কমিটির সভাপতি কমরেড মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, সিপিবি নেতা কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড কিংশুক রায়, কমরেড কামরুল ইসলাম খোকন, কমরেড সুজিত সাহা, যুবনেতা আফজাল হোসেন রাজু প্রমুখ। জেলা সম্পাদকমÐলীর সদস্য কমরেড এ্যাড. রুহুল আমিন বিষ্ণু চ্যাটার্জী কর্মময় জীবনের উপর আলোচনা করেন। স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড বিষ্ণু চ্যাটার্জী ছিলেন বৃটিশ বিরোধী ও তেভাগা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর কর্মময় জীবন থেকে নেয়া শিক্ষাই আমাদের ভবিষ্যৎ পথের পাথেয় হবে।
অপরদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র রূপসা উপজেলা কমিটির উদ্যোগে রূপসার বলটীতে বিকেল ৫টায় উপজেলা সভাপতি কমরেড মুরারী সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, উপজেলা সিপিবি নেতা কমরেড সুখেন রায়, কমরেড আব্দুল হালিম, কমরেড পলাশ চন্দ্র রায়, কমরেড পূর্ণেন্দু মন্ডল, কমরেড বিনয় কৃষ্ণ বিশ্বাস, কমরেড জ্ঞান বালা, কমরেড লোকমান হোসেন, কমরেড মিঠুন পোদ্দার, কমরেড আকাশ বসু, কমরেড রাজন ফকির প্রমুখ।